বিরোধী দল উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে- ভিপি নুর



ডাকসু'র সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় ও ডাকসু নির্বাচনে সরকার দিনের ভোট রাতে করেছে। নির্বাচনগুলোয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া হচ্ছে। ডাকসু নির্বাচনের ফলাফল ভোর রাতে ঘোষণা করা হয়েছে। এ সরকারের গৃহপালিত বিরোধী দলের নেতায় স্বীকার করেছে তিনটি আর্ন্তজাতিক শক্তি এ সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। ভোটে সহযোগিতা করেছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
উপজেলা পরিষদের নির্বাচনে বিরোধী দল অংশ না নিয়ে ভুল করেছে উল্লেখ করে ভিপি নুর বলেন, এখন উপজেলা নির্বাচনের নামে উপহাস হচ্ছে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরোধী দল সম্মেলিতভাবে এই নির্বাচনে অংশ নেয়া উচিত ছিল। স্থানীয় সরকারে বিরোধী দল অংশ না নেয়ার সরকারি দল বিনা যুদ্ধে রাজ্য জয় করে নিছে। এ ভাবে চলতে থাকলে বিরোধী দল এক  সময় কথা বলার জায়গাও পাবে না।
গণতন্ত্র পুনরুদ্ধারে ভুমিকা শীর্ষক আলোচনা সভায় ভিপি নুর আরো বলেন, গণতন্ত্র উদ্ধারে নাগরিক সমাজ ভূমিকা রাখতে পারছে না। আমরা নিজ দেশে পরাবাসি হয়ে গেছি। রোহিঙ্গাদের নিজ দেশে জীবন যাপন করছি।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ আজ অধিকার বঞ্ছিত। দেশের মাত্র ৫ ভাগ শিল্পপতি দেশের ৮৫ ভাগ সম্পদের মালিক। ১০ থেকে ১২ টা কোম্পানী দেশের সমস্ত বাজার নিয়ন্ত্রণ করছে।
চাঁপাইনবাবগঞ্জ গণ অধিকার পরিষদ আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান, গণ অধিকার উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার, কৃষিবিদ শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি আল আমীন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি।
দুপুর পর্যন্ত চলা সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার গণ অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মী অংশ নেন।
আলোচনা সভায় সরকারের কঠোর সমালোচনা করে ভারতের পণ্য বর্জনের আহবান জানান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ এপ্রিল, ২০২৪