হিট স্ট্রোকে সোনামসজিদ বন্দর ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে রুহুল আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সোনামসজিদ স্থল বন্দরে ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে পানামার ভিতরে রাউন্ড  ডিউটি শেষে হিট স্ট্রোক করে তিনি মারা যান। 
মৃত্যু রুহুল আমিন সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড এলাকার কোরবান আলীর ছেলে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন সোনামসজিদ স্থলবন্দরে পানামার ভিতরে  কর্মরত অবস্থায় তার নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অফিসের সহকারীরা  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 
ওসি আরও জানান,  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, সোনামসজিদ স্থলবন্দরের ট্রাফিক সদস্য 
রুহুল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ এপ্রিল, ২০২৪