গোমস্তাপুরে নিখোঁজের দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় নিখোঁজের দু’দিন পর পারভেজ আহম্মেদ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চৌডালার বাগমারা গ্রামের একটি আখ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ চৌডালার শুক্রাবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পারভেজ গত রোববার একটি চার্জার ভ্যান নিয়ে নিখোঁজ হয়। এঘটনায় সোমবার তার পিতা দুলাল আলী গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাগমারার একটি আখ ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত পারভেজের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ওসি জোবায়ের।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ এপ্রিল, ২০২৪