চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্রসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগাজিন ও ৬রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যা দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলো, রাজশাহীর বাগমারা থানার আছিনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে হাসান আলী (১৯)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী চালায়। এ সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগাজিন ও ০৬ রাউন্ড গুলিসহ হাসান আলীকে আটক করা হয়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ মার্চ, ২০২৪