শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত তহুরুল ইসলামের ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও পুখুরিয়ার পশ্চিম পাড়ার
মৃত মোকছেদ আলী শেখের ছেলে সেবাদুল ইসলাম (৫০)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার শিবগঞ্জে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ মার্চ, ২০২৪