ভারত বাংলাদেশ কিভাবে সামনে এগিয়ে যায় সেলক্ষ্যে কাজ করা হচ্ছে- ভারতীয় সহরকারী হাই কমিশনার
ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত বাংলাদেশের জনগনের প্রয়োজনীয় চাহিদা পুরণে উভয় দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বৈশ্যিক উদ্ভুত পরিস্থিতিতে তৃতীয় পক্ষের ্পর নির্ভরশীলতা কমাতে রূপী ও টাকার বিনিময়ে আমদানী রপ্তানীর বিষয়টি সামনে এসেছে। আমাদের ভাবনা ভারত বাংলাদেশ এক সাথে মিলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সেজন্য আমরা কাজ করছি।
তিনি সোমাবার সকালে চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত আমদানী রপ্তানী কার্যক্রমে রূপী ও টাকা ব্যবহারের মাধ্যমে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বর সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ, সোনামসজিদ স্থল বন্দর আমদানী রপ্তানীকারক গ্রুপের সভাপতি কাজি শাহবুদ্দীন, ব্যবসায়ী মসিউল করিম বাবু, রায়হানুল ইসলাম লুনা, মাসুদ রানা, আখতারুল ইসলাম রিমন ।
সভায় ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ ডলার সংকটের মুখে দু’ দেশের আমাদানী রপ্তানী কার্যক্রমে ভারতীয় রূপী ও বাংলাদেশী টাকা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এরআগে একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হককে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার জিয়াউল হকের সাধারণ পাঠাগারের নতুন ভবন নির্মাণে ভারতীয় হাই কমিশনের অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ মার্চ, ২০২৪