চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা উদযাপিত



চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে নানান আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে স্থাপিত প্রতিমায় সকাল থেকে ভক্তরা প্রতিমা দর্শন, পূজা অর্চনাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেন। এসময় সনাতন একতা সংঘের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রেনাথ ওরাও, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, উপাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম, সনাতন একতা সংঘের সভাপতি অনুরাগ কুমার সাহা ও সাধারণ সম্পাদক ত্রি সন্ধ্যা রানী।
ধর্মমতে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী আরোধনা করলেও এবছর ফ্লাগুন মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী আরোধনা করেন।
পূজায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষকসহ তাদের অভিভাবকরা অংশ গ্রহণ করেন।
শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, শাহনেয়ামতুল্লাহ কলেজসহ জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

 চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪  ফেব্রুয়ারী ২০২৪