নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইঞ্জিন চালিত ভুটভুটি উল্টে শাহরিয়ার আহমেদ জয় ওরফে বাদল (২১) নামে এক চালক নিহত হয়েছে।
নিহত বাদল নওগাঁর নিয়ামতপুরের আদমপুর খড়িবাড়ি গ্রামের সুলতানের ছেলে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খেসবা গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জে বাজারে আলু দিয়ে ইঞ্জিন চালিত ভুটভুটি নিয়ে বাড়ি ফির ছিলেন বাদল। পথে নাচোলে খেসবা নামক এলাকায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে বাদল আহত হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৩ ফেব্রুয়ারী, ২০২৪