বাবুডাইং আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা




রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীদের সোমবার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এবার এ আলোর পাঠশালার পঞ্চম ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বিদায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা।

বেলা ১১টায় অনুষ্ঠানের শুরুতে ইসলাম, সনাতন ও খ্রিস্টান ধর্মের প্রার্থনা করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীতে অংশ নেয় সকলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি কার্তিক কোল টুডু, সদস্য রুমালি হাঁসদা, মাধব কোল সরেন, লগেন সাইচুরি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, বিদায়ী শিক্ষার্থী সন্ধ্যা টুডু, দশম শ্রেণির শিক্ষার্থী শিমন্ত টুডু, নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস।

বক্তব্য দেওয়ার সময় বিদায়ী শিক্ষার্থী সন্ধ্যা টুডুর চোখ দিয়ে জল গড়ায়। তা দেখে সহপাঠীরা অশ্রুসজল হয়। সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানিয়ে সে বলে, দিনটা আমাদের মনে থাকবে। স্কুলের দিনগুলোর কথাও ভুলবো না।

বক্তব্য দিতে গিয়ে কার্তিক কোল টুডু বলেন, এ আলোর পাঠশালার জন্যই হামাদের ছ্যালাপিল্যারা পহড়িতে পারছে। স্কুল পাস করে কলেজে পহড়িছে।আগে বাহিরকার কেহু মান(সম্মান)দিত না।এখুন দেয়।লিখাপড়া কোরে মান লিয়া বাঁচতে শিখ তুমরা।মাষ্টারদের কথা শুনিও।তুমরাই হামাদের ভবিষ্যৎ।

এরপর নাচ-গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা। শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ দেয়া হয়। এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও বিদায়ী ভাই-বোনদের কলম ও পেনসিল উপহার দেয়।  

এ বছর বাবুডাইং আলোর পাঠশালা থেকে চারজন ছেলে ও পাঁচজন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকলেই মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ ফেব্রুয়ারী, ২০২৪