চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ব্যালট পেপার বাদে
ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। তবে দুটি সংসদীয় আসনের দুর্গম এলাকা বিবেচনায় ১৬ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রীর সঙ্গে ব্যালট পেপারও প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মোট ৫১২ টি ভোট কেন্দ্রের জন্য শনিবার দুপুরে স্ব স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। স্ব স্ব আসনের সহকারী রির্টানিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সামগ্রীগুলো প্রদান করেন।
তিনি আরও জানান, নির্বাচনী আসনের দুর্গম এলাকা বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের ৫টি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ১১ টি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের নিরাপত্তা বেস্টনির মধ্যে নির্বাচনী সামগ্রীর সঙ্গে ব্যালট পেপারও প্রদান করা হয়েছে। বাকী কেন্দ্রের ব্যালট পেপার আগামীকাল (আজ) ভোর বেলা কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হবে। 
এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ভোট কেন্দ্রের আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ জানুয়ারি, ২০২৪