চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এবাদুল হক (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার বিকালে  অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো:রবিউল ইসলাম আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত এবাদুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ারা মানিকচর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান,  ২০১৬ সালের ৫ মে নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ আটক হয় এবাদুল। এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৬ সালের ২৫ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ নভেম্বর, ২০২৩