চাঁপাইনবাবগঞ্জে বাইপাস সড়ক ও ব্রিজের সার্ভে কাজের উদ্বোধন



চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক ও ব্রিজের সার্ভে কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সার্ভে কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ। 
উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর উচ্চ  বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, রাজশাহী সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজিব।

নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাশ’ প্রকল্পের আওতায় ঘারঘরিয়া-যাদুপুর পর্যন্ত আনুমানিক ১১ কিলোমিটার রাস্তা ও নয়গোলা এলাকায় মহানন্দা নদীর ওপর আনুমানিক ৪০০ মিটারের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে এ ২টি কাজের সার্ভের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। সার্ভে কাজ শেষ হতে প্রায় একবছর লাগবে বলে তিনি জানান।

এদিকে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় নয়াগোলা থেকে  আমনুরা শিমুলতলা পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা 
আর সিসি ঢালাইসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০৮ নভেম্বর, ২০২৩