চাঁপাইনবাবগঞ্জে দুটি বাসে আগুন
চাঁপাইনবাবগঞ্জে তুহিন পরিবহনসহ দুটি
বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন- শহরের ঢাকা বাসস্ট্যাণ্ডে তুহিন পরিবহণের একটি বাসে কাজ করছিল শ্রমিকরা। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান,
এটি কোন নাশকতা নয়, বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগেছে। শ্রমিক আইয়ুব আলী আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ নভেম্বর, ২০২৩