চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড



চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইদুল ইসলাম (২৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড,  ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো  ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এছাড়াও পৃথক আরেকটি আদালতে অস্ত্র  মামলায় আরিফুল  ইসলাম (৪৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

সোমবার বিকালে মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। 
আর অস্ত্র  মামলায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ও অতিরিক্ত জেলা জজ (দ্বিতীয় আদালত) নির্মলেন্দু দাশ এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আরিফুল শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ ইসমাইল বিশ্বাস টোলা গ্রামের বাসির উদ্দিনের ছেলে। আর অপর দণ্ডপ্রাপ্ত আসামি
ইদুল ইসলাম নামোচকপাড়ার মো. মিন্টু আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরি বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানের বিজিবি উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর সময় ৫০০ গ্রাম হেরোইনসহ মো. ইদুল ইসলাম (২৩) ও রাফিউল ইসলাম (২১)কে আটক করে। বিজিবির নায়েক সুবেদার মো. রেনু মিয়া ঘটনার পর দিন শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নূরুন্নবী ২০২০ সালের ২৯ ডিসেম্বর ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

অন্যদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর  মধ্যরাতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলিসহ মো. আরিফুল  ইসলাম (৪৩)কে  আটক করে। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব  বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল গনি অরিফুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক আরিফুল ইসলামকে ১৯ এর এ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১৯ এর এফ ধারায় ৭ বছর কারাদণ্ড প্রদান করেন।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ অক্টোবর, ২০২৩