চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুথি(২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মন্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুথি ওই গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হেসেন জানান, জুথি নিজ বাড়িতে বিদ্যুতের তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। এসময় তার স্বামী তাকে ছোটাতে গিয়ে দুজনেই শক খেয়ে পড়ে যায়। পরে আহত অবস্থায় গৃহবধূকে ২৫০ শয্যাবিশষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ অক্টোবর, ২০২৩