চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও বিদেশী পিস্তলসহ একজন আটক



চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডার ও ১ টি বিদেশী পিস্তল ১ টি ম্যাগাজিন ১ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । 
শুক্রবার বিকাল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়ণপুরের সালাম মেম্বরপাড়া অভিযান চালিয়ে বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে আটক করা হয়। 
আটককৃত ব্যক্তি ওই গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫০)। 

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন।
তিনি আরও বলেন,  অস্ত্র ও বিস্ফোরক ভারত হতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূর্য নারায়নপুর নদীর চর এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর সময় ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলিসহ মনিরুল ইসলামকে 
আটক করলেও তার ছেলে খায়রুল দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

অধিনায়ক আরো বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর লক্ষ্যে সীমান্ত পাড়ি দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে।
আটককৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ অক্টোবর, ২০২৩