শিবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ ৩জনকে আটক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আটককৃতরা হলেন, শিবগঞ্জের ছোট চক দৌলতপুর এলাকার মজিবুর রহমানের ছেলে জীবন (২০) একই এলাকার তহিদুল ইসলামের ছেলে মঞ্জিল ওরেফে ছোটন (১৯) ও রজিবুলের ছেলে জিসান আলী (১৯)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতে চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জের দৌলতপুর উপর টোলা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ গ্রুপের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় এন্টি কাটার, গাঁজা, গাঁজা সেবনের কলকি, গ্যাস লাইটা জব্দ করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের উপর ভিত্তি করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ অক্টোবর, ২০২৩