চাঁপাইনবাবগঞ্জে এক বছরের শিশুসহ ডেঙ্গুতে আক্রান্ত ১৯ জন




চাঁপাইনবাবগঞ্জে এক বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। নতুন এই ১৯ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২ জন শিবগঞ্জে ৫ জন নাচোলে ও ভোলাহাট উপজেলায় একজন করে রয়েছে। 
বর্তমানে জেলায় তিন শিশুসহ ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১২ জন পুরুষ ও ১১ নারীসহ ২৩ জন, শিবগঞ্জে ৪ নারী ও ৩ জন পুরুষসহ ৭ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি অাছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৫৫২ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪২৩ জন পুরুষ এবং ১২৯ জন নারী রয়েছেন।
রবিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৪ সেপ্টেম্বর ২০২৩