চাঁপাইনবাবগঞ্জে পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি



চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির ব্যানারে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা শামসুল হক, নজরুল ইসলাম, আব্দুল বারেক, মঈদুল ইসলাম, সাহেদুল আলম বিশ্বাস পলাশ, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি  মিম ফজলে আজিম।
অন্যদিকে একই সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে শহরে র‌্যালি ও টাউন ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, যুগ্ন আহবায়ক মাওলানা আব্দুল মতিন।
আলোচনা সভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা। পরে দোয়া করা হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাটে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ সেপ্টেম্বর, ২০২৩