চাঁপাইনবাবগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ



সদ্য ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
 শনিবার বিকালে যুবদলের ত্যাগী কর্মীবৃন্দ ব্যানারে শহরের সন্ধ্যা কমিউনিটি স্টোরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মহানন্দা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসম্পাদক মজিবুর রহমান মজু। তিনি তার বক্তব্যে বলেন-সদ্য ঘোষিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে। কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না। কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সাবেক
সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমানের সমর্থকরা  অংশ নেন। 
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। কমিটিতে তবিউল ইসলাম তারিফকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ সেপ্টেম্বর, ২০২৩