চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চুরির অভিযোগে ৪ জন আটক, ২টি ইজিবাইক উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চুরির অভিযোগে চোর চক্রের মূল হোতাসহ ৪জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ২টি ইজিবাইক উদ্ধার করা হয়। 
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বড় ইন্দারামোড় (ইসলামপুর) মহল্লার সাদিকুল ইসলামের ছেলে আইয়ুব নবী (২৬), মসজিদ পাড়ার মতিউর রহমানের ছেলে মো. সাগর আলী (২৪), মৃত আঙুরের ছেলে মো. আলী হোসেন (২৫) ও মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মিনার (২৩)।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো। বিষয়টি জানার পর র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এর এক পর্যায়ে রাতে কৃষ্ণগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি ইজিবাইকসহ চোর চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে আইয়ুব নবী মূলহোতা বলে র‌্যাব জানায়।
ওই  বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও চুরি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ সেপ্টেম্বর, ২০২৩