গোমস্তাপুরে দাফনের দেড় বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গঙ্গলপুর কবরস্থান থেকে দাফনের দেড় বছর পর আদালতের নির্দেশে গোলাম রাব্বানী নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুরে গঙ্গলপুরের কবরস্থান থেকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইনের উপস্থিতিতে গোলাম রাব্বানীর মরদেহ উত্তোলন করা হয়। এসময় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদুর রহমান ও মামলার তন্দন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতবছরের ১৬ মার্চ গোমস্তাপুরের গঙ্গলপুর গ্রামের গোলাম রাব্বানীকে তার প্রথম স্ত্রী মোসাঃ মাবিয়া প্রেমিকে দিয়ে হত্যা করে মরদেহ দাফন করে দেয়। এ ঘটনা জানাজানি হলে, গোলাম রাব্বানীর ছোট স্ত্রী সেরিনা বেগম আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর্যালোচনা করে আদালতের বিচারক মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ প্রদান করেন। প্রেক্ষিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ আগস্ট, ২০২৩