শিবগঞ্জে নির্যাতিত-দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের মঞ্জুরীকৃত অনুদান বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আট নারীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা। উপকারভোগীরা হলেন- উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে আনজুরা বেগম, রোজবুল মন্ডলের মেয়ে ছবিয়ারা বেগম, রানীবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের মেয়ে হালিমা বেগম, ওমর আলীর মেয়ে কবিতা খাতুন, সাদিকুল ইসলামের মেয়ে সাবিনা খাতুন, তোসলিম উদ্দিনের মেয়ে সালেহা বেগম, দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের ইদ্রিস আহমেদের মেয়ে সেমালী বেগম ও রুপালী বেগমের মেয়ে সেফালী বেগম।  
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুমাইয়া খাতুন নামে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 
 বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ আগস্ট, ২০২৩