শিবগঞ্জে শোক দিবস উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা । এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ আগস্ট, ২০২৩