চাঁপাইনবাবগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ একজন আটক



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি। 
আটককৃত ব্যক্তি পাবনা জেলার বোনাইনগর ফরিদপুর গ্রামের মিলনের ছেলে আব্দুল্লাহ প্রান্ত (২১)। 
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ব্যাটারি চালিত ভ্যান যোগে সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশীকাল একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ আব্দুল্লাহকে আটক করা হয়। 
অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন, আগে সীমান্ত এলাকা দিয়ে মাদক আসলেও বর্তমানে অস্ত্র চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করছেন চোরাকারবার। গত ৫ মাসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ প্রান্ত জানিয়েছেন, ফরিদপুর থেকে অস্ত্র কিনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসেছিলেন তিনি। তার বিরুদ্ধে শিবগঞ্জ  থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগস্ট, ২০২৩