চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন (৩২) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মিলন রহনপুর পৌরসভার জালী বাগান এলাকা আনছার আলীর ছেলে। এ মামলায় রবিউল ইসলাম নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১ নভেম্বর সকালে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা মোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ২শ’ গ্রাম হেরোইনসহ মিলনকে আটক করা হয়। ওই দিন নাচোল থানার এসআই শ্রী গৌতম চন্দ্র মালী বাদি হয়ে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার এসআই মোঃ শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ আগস্ট, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড