শিবগঞ্জে ছোট ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত



চাঁপাইনবাবগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে ছোট ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে সেতাউর রহমান (৪৮) নামে বড় ভাই নিহত হয়েছে।  সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম এই ঘটনা ঘটে। নিহত সেতাউর ওই গ্রামের মৃত আয়নাল হোসেনের ছেলে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই সেতাউরকে দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে পেটে আঘাত করে তার আপন ছোট ভাই আব্দুল্লাহ। এ সময় ঘটনাস্থলেই মারা যায় সেতাউর।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য 
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে  পাঠানো হয়।  
ওসি আরো জানান, ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র (হাসুয়া) টি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ছোট ভাই আব্দুল্লাহ পলাতক রয়েছে। 
এই ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ জুলাই,  ২০২৩