সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন



অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। 
 শুক্রবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ থানার সামনে এই মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়।
‘সাংবাদিক সমাজ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিবগঞ্জ প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব এবং গৌড় প্রেস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। 
মানববন্ধনে বক্তব্য দেন এসএ টিভি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, একাত্তর টিভি ও সমকালের জেলা প্রতিনিধি এ কে এস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ জুন ২০২৩