চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশু নিহত



চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আসাদুল্লাহ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর নামোপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ ওই গ্রামের শামসুল আলমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত)  মাহফুজুল হক জানান, দুপুরে আসাদুল্লাহ 
মহানন্দা নদীতে গোসল করে বাড়ি ফিরার পথে পিছন থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা। এ সময় সে পড়ে গেল তার উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জুন, ২০২৩