শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কাতর্কির তুচ্ছ ঘটনাকে ঘিরে সিহাব আলী (১৬) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। নিহত সিহাব শিবগঞ্জে গঙ্গারামপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে ও দুলর্ভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহম্মেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মহলদার পাড়া এলাকয় বাইসাইকেল চালনা নিয়ে সিহাবের সঙ্গে স্থানীয় যুবকদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে পিটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জুন, ২০২৩