শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের সাথে ভটভটির ধাক্কায় রাহাদ আলী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা রুমী বেগম (৩২) এক পা হারিয়ে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  
রোববার রাত সাড়ে ১১ টার দিকে শিবগঞ্জে রসুলপুর মোড়ে এ দুর্ঘটনায় ঘটে।  নিহত রাহাদ শিবগঞ্জে বড়চক এলাকার সোহেল রানার ছেলে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, রাতে শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এসময় তার মায়ের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুন, ২০২৩