বিশ্ব 'মা' দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা
বিশ্ব 'মা' দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল- ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুন, প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা।
সভায় মা দিবসে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ মে, ২০২৩