শিবগঞ্জে দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ উৎসব শুরু হয়। উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ পাপ মোচনের আশায় অংশ নেন। এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং র্কীত্তনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঐতিহাসিক ভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
কানসাট গঙ্গা আশ্রম কমিটি এ স্নান উৎসবের আয়োজন করে। গঙ্গা স্নানকে ঘিরে কানসাট এলাকায় সনাতন সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়।
কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি সুবোধ দত্ত জানান, প্রতিবছরই এ স্থানে গঙ্গা দশহারা তিথী অনুযায়ী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয় এবং সুশৃংখলভাবে সুষ্ঠু নিরাপত্তার মধ্য দিয়ে  এ বছর গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। এতে করে বিভিন্ন জেলা থেকে গঙ্গাস্নানে আসা নারী-পুরুষরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ মে, ২০২৩