কৃষককে ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা


বোরো ধানের ভরা মৌসুমে ধান কাটতে কৃষককে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের অন্যান্য স্থানের মত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামে কৃষক মনিরুল ইসলামের ২ বিঘা পাকা বোরো ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি একেএম আনোয়ার হোসেন, সহ-সভাপতি শাহীন কাদির, দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি মোঃ আওয়াল হোসেন, কলেজ ছাত্রলীগের সদস্য সানোয়ার হোসেন শিহাব, মোঃ মুরসালিন, মোঃ পারভেজ, মোঃ রোকন আলী, মোঃ হাসানুল ইসলাম রাসেল, ছাত্রলীগের কর্মী মোঃ রায়হান জামিল পিয়াস, মোঃ শেখ জামাল, মোঃ ইউনূস, মোঃ দ্বীপ, মোঃ ইসারোফ, মোঃ ইসমাইল, মোঃ সুমন, মোঃ মোহতাসিন, মোঃ কবিরসহ ছাত্রলীগের একটি টিম সকালে মনিরুলের জমিতে গিয়ে ধান কেটে দেন।
ছাত্রলীগ নেতৃবৃন্দ্ব জানিয়েছে, চলতি মৌসুমের বোরো ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষক মনিরুলের জমির ধান কেটে দেয়া হয়।
ধান কেটে পাওয়ায় খুশি কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘ এবার ধানকাটা শ্রমিকদের মজুরি বেশি এবং কৃষি শ্রমিকের সংকটও রয়েছে। সাম্প্রতিক ঝড়বৃষ্টি নিয়ে জমির পাকা ধান নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের ছেলেরা আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার বেশ উপকার হয়েছে’।
তিনি জানান, কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা ধানগুলো কেটে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ এপ্রিল, ২০২৩