রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্ত গ্রাম থেকে সোমবার বিকালে ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ ২জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো- গোদাগাড়ীর ভগবন্ত গ্রামের আক্তারুজ্জামানের ছেলে সিহাব জামান (৩০) ও একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জিয়ারুল (৩৬)।
রাতে গণমাধ্যমকে পাঠানো চাঁপাইনবাবগঞ্জ র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভগবন্ত গ্রামে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ ২জনকে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত আসামিরা গোদাগাড়ী থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে একটি অটোযোগে আসার পথে তাদের আটক করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ এপ্রিল, ২০২৩
গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ ২জন আটক