একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বয়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বয়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিআরটিএ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক শাহ জামান হক।
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক শাহ জামান হক জানান, এ কার্যক্রম উদ্বোধনের ফলে তথ্য প্রযুক্তির সহায়তায় এখন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে জনগন ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিসহ অন্যান্য সুবিধা লাভ করবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ মার্চ, ২০২৩