আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের ইজতেমা


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের তিন দিনব্যাপি ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নেন ১০ জন বিদেশি নাগরিকসহ বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসল্লি।
শনিবার বেলা ১২টার পর আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে  জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।
কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদ থেকে আসা ইসলামি চিন্তাবিদ মাওলানা আজিম উদ্দীন।
সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানানো হয়। পরে ইজতেমাস্থল থেকে ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়েন তাবলীগ জামাতের অনুসারীরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার উপশহর হাউজিং মাঠে গত বৃহস্পতিবার তিন দিনের এই জেলা  ইজতেমা শুরু হয়।
 ইজতেমায় সৌদি আরব, নাইজেরিয়া ও জিবুতির ১০ জন বিদেশি নাগরিকসহ বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। তিন দিনের ইজতেমায় সাথীদের উদ্দেশ্যে বয়ান, কিতাবের তালিম ও ইসলামের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়। 
এদিকে, ইজতেমার নিরাপত্তাকে ঘিরে ব্যাপক সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ মার্চ, ২০২৩