প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দায়িত্বপালনকালে ধর্মের বিরুদ্ধে যায এমন কোন কাজ করেনি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী সকল ধর্মের শিক্ষা ও মুল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, সকল ধর্মের মানুষের শান্তিপুর্ণ সহবস্থান, পারষ্পরিক সহযোগিতা ও সম্প্রীতিকে দৃঢ় করার জন্য কাজ করছেন।
তিনি বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, ফেরদৌসী ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতা, সাংবাদিকদের অংশ গ্রহণে আয়োজিত সংলাপে ধর্মীয় ভ্রান্ত ধারণা এবং সে থেকে সৃষ্ট বিভেদ যেন দূর হয়ে যায় সে লক্ষ্যে ধর্মীয় নেতাসহ সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ মার্চ, ২০২৩
ধর্মের বিরুদ্ধে যায় এমন কোন কাজ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ধর্ম প্রতিমন্ত্রী