শিবগঞ্জ সীমান্তে ৩ হাজার ৮শ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শনিবার ৩ হাজার ৮ শ' প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির হাবিলদার মোঃ রেজাউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ মেইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাড়চৌকা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৩ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ১টি বাই-সাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩