চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বীরঙ্গনাসহ 'বীর নিবাস' পেলেন ৪১ বীর মুক্তিযোদ্ধা


চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বীরঙ্গনাসহ ৪১ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নবনির্মিত বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।  এই ৪১ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ৯ জন, শিবগঞ্জে ১২ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ২ জন ও ভোলাহাট উপজেলার ১৩জন রয়েছেন। 
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের বীর নিবাস হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে পৃথক পৃথকভাবে এই ৪১ জনের মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।  দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন নাচোল পৌর এলাকার কন্যানগর মহল্লার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ও ফতেপুর ইউনিয়নের মীড়কাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম হোসেনের স্ত্রী জবেদা বেগমের হাতে বীর নিবাসের চাবি তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন।
এদিকে জেলার সদর উপজেলার ৯জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।  প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে এ প্রান্তে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁসহ বীর মুক্তিযোদ্ধাগণ। 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বীরাঙ্গনা পেলেন বীর নিবাস। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গোমস্তাপুর প্রান্তে বীরাঙ্গনা বেনু বেগম, রহিমা বেগম, চাম্পা খাতুন, রাবিয়া বেগম ও আরবী বেগমের হাতে চাবি তুলে দেয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী। 
এছাড়াও শিবগঞ্জে ১২টি ও ভোলাহাটে ১৩ টি বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ ফেব্রুয়ারি, ২০২৩