চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারি গ্রামের মো. রায়হান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, জুনায়েদ আলী তার নানার বাড়ি চাটাইডুবি গ্রামে বেড়াতে আসে।  শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার নানা মো. ইসরাইল আলী ওরফে ছবি (৪২)’র বাড়ির প্রধান দরজার বাইরে রিকশাভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জারের সকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এসময় সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। তার নানা জুনায়েদকে উদ্ধার করে  ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ ফেব্রুয়ারি, ২০২৩