চাঁপাইনবাবগঞ্জে ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক র্যাব। আটককৃতরা হলো- রাজশাহী কাশিয়াডাঙ্গার হড়গ্রাম গুলজারবাগ রেজাউল করিমের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মিলন (২৬) ও আদারিয়াপাড়ার মৃত মোত্তালেবের ছেলে সুজন (২৬)।
রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালায়। এ সময় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
র্যাবের দাবি, আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র্যাবের চৌকষ দলের অস্ত্র লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ জানুয়ারী, ২০২৩
শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন আটক