চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার ৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। এছাড়াও বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১শ’৮৩ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।
শনিবার চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সদর দপ্তরের প্রশিণ মাঠে ১শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা।
একই সাথে সীমান্তবর্তী কোম্পানী/ বিওপি কমান্ডার কর্তৃক শীতার্ত মানুষের মাঝে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আরো ৪০০টি কম্বল বিতরণ করা হয়।
এদিকে বেসামরিক মেডিকেল অফিসার ফুয়াদ কবির ও ৪ জন মেডিকেল সহকারীর সমন্বয়ে ব্যাটালিয়ন সদরে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় ১৮৩ জন অসুস্থ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ৫শ’ শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ