চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে কলেজ মোড়ের মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারন সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাবেক সভাপতি শেখ হাফিজুর ইসলাম, আরিফুর রেজা ইমন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেনু।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে শহরের দু’টি কলেজে বৃক্ষরোপণ করা হয়। এর আগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলাতে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ জানুয়ারী, ২০২৩