শিবগঞ্জের দু’টি ইউনিয়নে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নের ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, দাইপুকুরিয়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংগঠনের নেতা আল মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক বাকি, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী রাজ।
এদিকে উপজেলার চকক্রীর্তি ইউনিয়নের গরুর হাটে ১৫শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, চকক্রীর্তি ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক পাভেল মিয়া,
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জের ৬টি ইউনিয়নে আরো ৯ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জানুয়ারী, ২০২৩