খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা শ্রম আইনে আলাদা অধ্যায়নসহ ১২ দফা দাবিতে বুধবার মিছিল ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
দাবি দিবস উপলে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ের সামনে মুজিব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাবের সভাপতি আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, উপদেষ্টা মতিউর রহমান, সহ সভাপতি মজিবুর রহমান ভিখু, এবরান আলী, বারঘরিয়া শাখার সাধারণ সম্পাদক অসীম আলী, রানীহাটি ঘোড়াপাখিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সমাবেশে বক্তারা নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জানুয়ারী, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে সমাবেশ