চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে একজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর বৃহস্পতিবার বিলে মাছ ধরতে গিয়ে দুরুল হোদা (৪২) নামে একজন ডুবে মারা গেছেন। নিহত দুরুল সরদার পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, সকাল বেলায় বিলে মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে পড়ে ডুবে যান দুরুল হোদা। খবর পেয়ে স্বজনরাই ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। দুরুল মৃগী রোগে ভুগছিলেন। তার পরিবারের প থেকে থানায় কোন অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি ইউডিডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ ডিসেম্বর, ২০২২