গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৫ লিটার চোলাইমদসহ ৩ জন আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাপাসিয়া আদিবাসী চিকনাপাড়া এলাকা থেকে ১ হাজার ৮শ’ ৫৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে গোদাগাড়ীর সিধনা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মমিন আলী ওরফে কালু (৪৫), মোহনপুর দরগাপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মাহাবুর ইসলাম ওরফে বাবু (৩০) ও দরগা আইতানপুর সাঁওতালপাড়ার মুনশী সরেনের ছেলে শ্রীরাম সরেন (৫৫)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিরত জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাপাসিয়া আদিবাসী চিকনাপাড়া (ডাঙ্গাপুকুর) এর বাঁশঝাড়ের পাশে অভিযান চালায়। অভিযানকালে ১ হাজার ৮শ’ ৫৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ ডিসেম্বর, ২০২২-১২-২২