চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বৃদ্ধ’র মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয়মোড় এলাকার একটি পুকুর থেকে আফজাল হোসেন (৬২) নামের এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আফজাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট এলাকার বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, বটতলা হাটের ইয়াসিন আলীর ছেলে আফজাল গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় অক্ট্রয়মোড় এলাকার পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিল ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আফজাল হোসেনের পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় তার স্মৃতি শক্তি লোপ পেয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ নভেম্বর, ২০২২