শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আজম আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী আবু নাজমুল কবির মুক্তাকে ৫ হাজার ১৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকের প্রার্থী শিবঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আজম আলী ওরফে গোলাম আজম ১৭ হাজার ৭৩৪ ভোট পেয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আবু নাজমুল কবির মুক্তা পেয়েছেন ১২ হাজার ৫শ ৯৪ ভোট।
এদিকে, ইভিএম-এ বিকেল ৪ টায় ভোট গ্রহণ সম্পন্ন হলেও ফলাফল আসে রাত সাড়ে ৮টার দিকে। সন্ধ্যার পর থেকেই নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ‘বিভ্রান্তিক’ তথ্য দেয় মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা দু’ পক্ষের সমর্থকদের আইডি থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভ্রান্তকর নাটকের অবসান ঘটে তাসিনুর রহমান স্বাক্ষরিতি বার্তায়।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউপির নির্বাচন সম্পন্ন হলেও, সীমানা জটিলতায় আটকে যায় দূর্লভপুর ইউনিয়নের নির্বাচন। সীমানা বিরোধ নিষ্পত্তির আবেদন চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু। ফলে ওই পরিষদের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে দুই দফায় স্থগিত হয়। ৩য় দফায় ভোট গ্রহণের তারিখ ২ নভেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ নভেম্বর, ২০২২